কলকাতা পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের  জয়কে স্মরণীয় করতে আনন্দে মাতলো কুলটি কলেজের ছাত্ররা

কলকাতা পৌর নির্বাচন

রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটিঃ 

কলকাতার পৌর নির্বাচনের ফল ঘোষণার পর সারা রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিজয় উৎসব।এক কথায় বলা যেতে পারে কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। আর জয়কে স্মরণীয় রাখতে বিজয় উৎসব পালন করলো কুলটি কলেজ ছাত্র সংসদ।আজ আবীর খেলে মিষ্টি মুখ করিয়ে দিনটি পালন করলেন তারা।কুলটি কলেজের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল ও ছাত্রনেতা তুলসী গোপাল রুইদাসের উদ্যোগে এবং কুলটি বিধান সভার ছাত্র যুব নেতা যতীন গুপ্তার সহযোগিতায় কুলটি কলেজ প্রাঙ্গনে বিজয় উৎসব পালন করা হয়।

এই প্রসঙ্গে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষাল জানান এই জয় সমস্ত রাজ্যবাসীর জয়।আমি শুভেচ্ছা জানায় সারা রাজ্যের মানুষ ও কলকাতার সাধারণ মানুষজনকে এই ভাবে পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করুন উন্নয়ন উপর ভরসা করুন তবে রাজ্য আরো আগে বাড়বে।

তাছাড়া এদিন বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা নারায়ণ মাঝি,দেবেন্দ্র নাথ মণ্ডল, দেবজিৎ চ্যাটার্জী সহ ছাত্র সংসদের সদস্য বিক্রম লাহা,বিজয় মণ্ডল,সৌরভ দাস,অভিজিৎ সিংহ রায়, মৃনাল তন্তুবাই,লোকেশ মহা পাত্র সহ আরো অনেকে।