উদ্বোধন হল সুফল বাংলা স্টলের 






শুক্রবার ধূপগুড়িতে সুফল বাংলা স্টলের উদ্বোধন হলো ধূপগুড়িতে।এদিন ধূপগুড়ি পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডের ঘোষগাড়া মোড়ে অবস্থিত অফিস ঘরের নিচতলায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড এর অধীন 'সুফল বাংলা'র একটি স্থায়ী বিপণির শুভ উদ্বোধন করা হয়।




এদিনেরঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিজবিপন মন্ত্রী বিপ্লব মিত্র, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত বুলুচিক বড়াইক, রাজেশ সিনহা, আই. এ. এস. সচিব, কৃষি বিপণন বিভাগ, উত্তরা বর্মন, সভাধিপতি জলপাইছেড়ি জেলা পরিষদ,মৌমিতা গোদারা বসু জেলা শাসক সহ অনেকে।




এই সুফল বাংলা স্টল থেকে মিলবে বাঁশকাঠি, সাটিয়া ও কালোচালের সাথে পারেন তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ, কালোনুনিয়া, রাঁধুনীপাগল চাল। মুসুর, মুগ সহ সব ধরনের ডালও।




দুগ্ধজাত সামগ্রী, মাংস ডিম ও পাওয়া যাবে এই স্টল থেকে ।বিভিন্ন ধরনের মশলা পাওয়া যাবে এখান থেকে। এক কথায় বলতে গেলে সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী এক ছাতার তলা থেকে একই স্টল থেকে মিলবে। স্বাভাবিক ভাবে বলা যায় কম সময়ে বেশি খরচ করার সুযোগ পাবেন শহরবাসী।