Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুইজ প্রতিযোগিতার মধ্যমে সচেতনতা শিবির করলো পুলিশ

কুইজ প্রতিযোগিতার মধ্যমে সচেতনতা শিবির করলো পুলিশ safe drive, save life 

safe drive, save life



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: রাজ্য জুড়ে গত ১ লা ডিসেম্বর থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে চলছে পুলিশের সচেতনতা মূলক প্রচার। আর তারই অঙ্গ হিসাবে সোমবার আসানসোলের সালানপুর থানা ও কুলটি ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় সড়ক সংলগ্ন মিলা কোলা মোড়ে অনুষ্ঠিত হল এক “সেফ ড্রাইভ,সেভ লাইফের” সচেতনতা শিবির। 
এদিনের এই সচেতনতা শিবির এক অভিনব উদ্যোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত করে পুলিশ প্রশাসন। “সেফ ড্রাইভ,সেভ লাইফ” কর্মসূচিতে এদিন পথ চলতি ও স্থানীয় মানুষদের মধ্যে ট্রাফিক আইনকে ঘিরে আয়োজন করা হয় এক কুইজ প্রতিযোগিতা। আর কুইজ প্রতিযোগিতায় কুইজের সঠিক উত্তর দেওয়া মানুষদের হেলমেট দিয়ে পুরষ্কৃত করে পুলিশ প্রশাসন। 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি কুলটি ওমর আলি মোল্লা। এদিন তিনি সাধারণ মানুষদের উদ্যেশ্যে বলেন, বাইক চালানোর সময় সবাইকে হেলমেট ব্যবহার করা উচিত এবং রাস্তা পারা পার করার সময় যেন সবাই ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পার করেন মানুষ। 

পাশাপাশি তিনি আরো বলেন সমস্ত মানুষেরই ট্রাফিক আইন মেনে চলা উচিত। সাধারণ মানুষ সচেতন হলে দুর্ঘটনা কম হবে। 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (১) সুকান্ত ব্যানার্জী, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি, কুলটি ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু চ্যাটার্জি, কল্যানেশ্বরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল সাহা, চৌরাঙ্গী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক পার্নিম তামাং সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code