কবি নুরুল হুদাকে সম্মাননা প্রদান পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের
কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাশে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের আয়োজনে শনিবার আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়।
উল্লেখ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। জাতিসংঘ ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর ঘোষণা করে যে, প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস হিসেবে পালন করা হবে। সংখ্যালঘু বলতে জাতিসংঘের মতে ধর্মীয়, ভাষাগত, জাতিগত ও সংস্কৃতিগত সংখ্যালঘুদের বোঝায়।জাতিসংঘের ঘোষণাপত্রে বলা হয়েছে, প্রতিটি দেশ নিজের ভূখণ্ডের সীমার মধ্যে ধর্মীয়, ভাষাগত, জনগোষ্ঠীগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের স্বার্থকে রক্ষা করবে এবং তাদের পরিচিতির প্রকাশ ও উন্নয়ন ঘটাতে উৎসাহ দান করবে।
এদিনের অনুষ্ঠানে এই আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে কবি সেখ নুরুল হুদাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মান প্রদানে ছিল উত্তরীয়, মেডেল, ডাইরি, পেন, কবি জীবনানন্দ দাশ সম্মানের মানপত্র এবং গান্ধীজীর মূর্তি। এদিন অনুষ্ঠানে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। তাদের মধ্যে বিশেষ কয়েক জন হলেন তমা কর্মকার, পিঙ্কি ঘোষ, পলাশ পাল, শিঞ্জিনী বসু, ঝুমা পাল, শুভ্রাংশু ভাদুড়ী, মধুমিতা ধূত, শিবশঙ্কর বকসী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের পক্ষে চন্দ্রনাথ বোস মহাশয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊