কোভিডে মৃত ব্যক্তির নিকটাত্মীয় পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে করতে হবে আবেদন জেনে নিন covid death compensation online application, 

covid death compensation online application,



সুপ্রিম কোর্টের আদেশক্রমে কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়দের আর্থিক সাহায্য প্রদানের জন্য এককালীন ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। 

ক্ষতিপূরণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও অফিস বা মহকুমাশাসকের দপ্তর বা বোরো অফিসে আবেদন পত্র জমা দিতে হবে।

রাজ্যসরকার জানিয়েছে- আবেদনপত্র জমা দেবার সময় আবেদনপত্রের সাথে দিতে হবে-

  • কোভিড-১৯ জনিত মৃত্যুর শংসাপত্র
  • মৃতের ভোটার কার্ড, আধার কার্ড 
  • নিকটাত্মীয়ের ভোটার কার্ড, আধার কার্ড
  • ব্যাঙ্ক পাসবইয়ের প্রত্যায়িত বা বাতিল চেক 
  • উপযুক্ত কতৃপক্ষ থেকে লিগাল হেয়ার সার্টিফিকেট
  • নিকটাত্মীয়ের প্রমাণ হিসাবে ম্যাজিস্ট্রেট বা নোটারি থেকে এফিডেভিট


Form Download 


Help Desk Number- 1070, 03322143526