স্বামীর পরকীয়া  হাতে নাতে ধরে ফেললো স্ত্রী- রাস্তায় ফেলে মারধর 

পরকীয়া


স্বামীর পরকীয়া  হাতে নাতে ধরে ফেললো স্ত্রী।  আর তারপর প্রকাশ্য দিবালোকে পরকীয়ারত ওই মহিলাকে মারধর । কখনও হেলমেট দিয়ে তো কখনও সজোরে লাথি মারলেন স্ত্রী। 

ঘটনাটি আসানসোলের বার্নপুর রোডের । আজ আসানসোলের এক হোটেলে এসেছিলো বলে জানা যায়। স্ত্রীর দাবী মাঝেমধ্যেই হোটেলে আসতেন স্বামী। 

হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেছেন আজ সেই যুগল এসেছিলেন। তবে মাঝে মধ্যে আসতেন কিনা তা তিনি জানেন না বলে জানিয়েছেন। 

পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে।