Latest News

6/recent/ticker-posts

Ad Code

Free Recharge: দেশে ১০০ কোটি টিকাকরণের সাফল্যে ৩ মাস ফোনে ফ্রি রিচার্জ দেবে সরকার?

Free Recharge: দেশে ১০০ কোটি টিকাকরণের সাফল্যে ৩ মাস ফোনে ফ্রি রিচার্জ দেবে সরকার?

Free Recharge




সম্প্রতি ভোডাফোন, এয়ারটেল, এমনকী জিও-র প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ফলে মাথায় হাত গ্রাহকদের । এই পরিস্থিতিতে যদি ফ্রি রিচার্জ পাওয়া যায় তবে কার কৌতূহল না হয়। আপনার ফোনে নিশ্চয়ই এমন মেসেজ এসেছে যে, দেশে ১০০ কোটি টিকাকরণের মাইলফলক পেরোনোয় ফোনে তিনমাসের বিনামূল্যের রিচার্জ করে দেবে সরকার। আর আপনি ফ্রি রিচার্জ পাবেন জেনে আনন্দিত।



হিন্দিতে আসা এই মেসেজে লেখা থাকছে "যেহেতু ভারত কোভিড-১৯ টিকা দেওয়ার মাইলফলক উদযাপন করছে, সেই হেতু সরকার তিন মাসের ফ্রি রিচার্জ দেবে৷ আপনার যদি রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভিআই সংযোগ থাকে তবে আপনি এই সুবিধা নিতে পারবেন৷ আপনি নীচের লিঙ্কে ক্লিক করলে আপনার ফোন রিচার্জ হয়ে যাবে। এই সুবিধা শুধুমাত্র ২০ ডিসেম্বর পর্যন্ত বৈধ"। মেসেজের নীচে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে। আরও পড়ুনঃ মুক্তি পেতেই নেট দুনিয়ায় ঝড় তুলল Nora Fatehi -র Dance Meri Rani



যদিও সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা এই ধরনের ভুয়ো ওয়েবসাইটে ক্লিক না করার জন্য সতর্ক করেছে। এদিকে ফ্যাক্ট-চেকিং টিম ইতিমধ্যেই মেসেজটি ভুয়ো বলে জানিয়েছে। এমন কোনও ঘোষণা সরকারের তরফে করা হয়নি বলেই জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code