NABARD Recruitment 2021: একাধিক শূন্যপদে নাবার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল ও রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এ ৬টি শুন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। স্পেশ্যালিস্ট কনসালট্যান্ট পদে করা হবে নিয়োগ। আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে আবেদন করতে হবে।
শূন্যপদের বিরবন-
Chief Technology Officer: 01
Chief Risk Manager: 01
Data Designer: 01
Lead BI Designer: 01
ETL Designer: 01
Specialist Officer (Legal): 01
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী আবেদনের জন্য Graduate/ Engineering Degree/ B.Tech/ MCA ডিগ্রি থাকতে হবে। বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিতে হবে।
বয়স সীমা- সর্বোচ্চ ৬২ বছর
ফি- চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা আবেদনের ফি হিসাবে দিতে হবে। সংরক্ষিত বিভাগের জন্য এই ফি ৫০ টাকা।
বিস্তারিত জানতে নজর দিন অফিশিয়াল ওয়েবসাইট https://www.nabard.org-এ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊