Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝরিয়া অগ্রণী সংঘের তরফে অনুষ্ঠিত হল ফুটবলের মেগা ফাইনাল ম্যাচ

ঝরিয়া অগ্রণী সংঘের তরফে অনুষ্ঠিত হল ফুটবলের মেগা ফাইনাল ম্যাচ




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া:


বড়জোড়া ব্লকের অন্তর্গত ঝরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলার পর মঙ্গলবার ছিল ঝরিয়া অগ্রণী সংঘের পরিচালনায় হওয়া ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলাটি । খেলাটিতে বেশ কিছু সংখ্যক টিম অংশ গ্রহণ করলেও শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখী হয় এম.কে. শিশি রাজগ্রাম এবং গোস্বামী পুরুষ আমরা ক'জন টিম নামে দুই দল ।




খেলাটি টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকার পর শেষ পর্যন্ত এম.কে. শিশি রাজোগ্রাম ৩/০ গোলে গোস্বামী পুরুষ আমরা ক'জন টিম কে পরাজিত করে।




খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খেলায় বিজয়ী টিমকে দেওয়া হয় ১৬০০০ টাকা এবং বিজিত টিম কে দেওয়া হয় ১২০০০ টাকা এছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কার ।




আজকের ফাইনাল খেলাটি শুরু হয় কচিকাঁচাদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এবং খেলায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।




পরিচালক সংঘের তরফে জানা য়ায়, খেলাটি গ্রামের বেশ কিছু যুবক মিলে এবং গ্রামের সমস্ত মানুষ কর্তৃক প্রদেয় দানের অর্থ থেকে সম্পন্ন হয় । এরকমভাবেই তারা দীর্ঘদিন ধরে খেলা চালিয়ে নিয়ে যেতে চান বলে জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code