GPay,Paytm,PhonePe ব্যবহার করেন? এই ভুলগুলি করবেন না

GPay, Paytm, PhonePe ব্যবহার করেন? এই ভুলগুলি করবেন না


GPay, Paytm, PhonePe




অনেকেই এখন ইউপিআইয়ের মাধ্যমে টাকা দেন। বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনাকে পুরো রাস্তায় বসিয়ে দিতে পারে এই UPI পেমেন্ট। তবে যাঁরা সেইসব অ্যাপ ব্যবহার করছেন, তাঁদের এই কয়েক টি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে, নাহলে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন।




ভুল করেও কখনও কাউকে নিজের UPI অ্যাকাউন্ট/অ্যাড্রেস দেবেন না। জোরদার স্ক্রিন লক দিতে হবে। যদি আপনি Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন, তাহলে জোরদার পিন দিতে হবে। নিজের জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো বিষয় দেবেন না।



কোনও উলটো-পালটা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। ভুয়ো কল এড়িয়ে যাবেন। কোনওরকম ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। কাউকেও ভুল করে ওটিপি দেবেন না। এরকম বিষয়ে সতর্ক থাকতে হবে। একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেন। আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে ফেলুন আপনার Whatsapp আইকন, জেনে নিন সহজ উপায়





অনেকেই নিয়মিত UPI অ্যাপ আপডেট করেন না। আপনি যে পেমেন্ট অ্যাপ ব্যবহার করছেন, তা নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

7 মন্তব্যসমূহ

thanks

একটি মন্তব্য পোস্ট করুন

thanks