অ্যাম্বুলেন্সের অক্সিজেনের অভাবে মৃত্যু করোনা আক্রান্ত যুবকের

করোনা


অ্যাম্বুলেন্সের অক্সিজেনের অভাবে মৃত্যু বছর ৪৩ এর করোনা আক্রান্ত যুবকের। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

পরিবার সুত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে ওই যুবককে জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজে। পরিবারের অভিযোগ যে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সেই অ্যাম্বুলেন্সের ভেতর অক্সিজেন শেষ হওয়ায় মাঝ রাস্তায় মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স চালক একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হয়ে জানায়। এরপর ওই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

পরবর্তীতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্সের জলপাইগুড়ি বিশ্ব বাংলা হাসপাতালের সামনে মৃত যুবকের দেহ আনে রাতে। সেখানেই পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি করে।

জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করা হবে।