Netflix, Amazon prime ও Hotstar একবছরের জন্য FREE
প্রিপেড রিচার্জ করালেই এ বার বিনামূল্যে দেখা যাবে Netflix, Amazon prime ও Hotstar। অনলাইন স্ট্রিমিং পরিষেবার সঙ্গে গাঁটছড়া বেঁধে বিভিন্ন টেলিকম সংস্থাই গ্রাহকদের জন্য এমন লোভনীয় অফার আনতে শুরু করেছে। এ বার সেই তালিকায় নাম এল জিয়োও।
জিয়োও( jio) বিনামূল্যে Netflix, Amazon prime ও Hotstar একবছরের জন্য FREE পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। এ দিন জিয়োর তরফে জানানো হয়েছে, প্রিপেড রিচার্জের ক্ষেত্রে এক বছর পর্যন্ত বিনামূল্যে এই সাবস্ক্রিপশন পেতে পারবেন গ্রাহকেরা।
মাসে ৩৯৯ টাকা রিচার্জ করালেই এই পরিষেবা মিলবে। সেক্ষত্রে ২৮ দিনের জন্য ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। আবার আনলিমিটেড ভয়েস কলও করা যাবে। সেই সঙ্গে এক বছরের জন্য Netflix, Amazon prime ও Hotstar দেখা যাবে বিনামূল্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊