সিপিআইএম এর জেলা সম্মেলনকে কেন্দ্র করে মিছিল






সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :- ২৫ এবং ২৬শে ডিসেম্বর সিপিএম এর জেলা সম্মেলনকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায় সেজে উঠেছে লাল পতাকা।পাশাপাশি এই সম্মেলন উপলক্ষে আজ বর্ধমান কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে সিপিএম।




২০১১র বিধানসভা নির্বাচনে সিপিএম কে ধূলিসাৎ করে রাজ্য খমতায় আসে শাসক দল তৃণমূল কংগ্রেস।২০১১ থেকে দীর্ঘ কয়েক বছর সেরকম ভাবে মাঠে ময়দানে দেখা জায়নি কাসতে হাতুড়ি তাড়া চিহ্নের ফ্লাগ ফেস্টুন। বিধানসভা নির্বাচনের পর সিপিএম থেকে মুখ ফিরিয়েছেন সিপিএমের অনেক তাবর তাবর নেতা কর্মীরা। সিপিএম ছেড়ে যোগদান করেন শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিতে।




সিপিএম নেতা অচিন্ত্য বাবু বলেন এই সম্মেলন উপলক্ষে গত দু’মাস ধরে বর্ধমান শহর জুড়ে অনেক কর্মসূচি পালিত হয়েছে।সম্প্রতি দৌড়, মশাল দৌর হয়েছে। মানুষের বিপদ দুর্দশা মোচনের জন্য আগামী দিনে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।