Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের ডুয়ার্সের চালসা চা-বাগানে ভাল্লুকের আতঙ্ক ঘটনাস্থলে বনকর্মীরা

ফের ডুয়ার্সের চালসা চা-বাগানে ভাল্লুকের আতঙ্ক ঘটনাস্থলে বনকর্মীরা






জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন :: ডুয়ার্সের জুরন্তিতে আতংক ও দুরামারি এলাকা থেকে ভাল্লুক উদ্ধারের পর আবার নতুন করে ভাল্লুকের দেখা দিল চালসা চাবাগানে। ভাল্লুকের আতংক ছড়িয়ে পড়তেই শ্রমিকরা কাজ বন্ধ করে পালিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা। তারা গোটা এলাকা তাল্লাসি শুরু করেছে। যদিও ভাল্লুকের দেখা পাওয়া যায়নি।



জানাগেছে, মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের চালসা চাবাগানে ৭০ নম্বর সেকশনে কিছু শ্রমিক চাগাছ কলম করার কাজ করছিল। সেইসময় তারা একটি নালার মধ্যে দুটি ভাল্লুককে দেখতে পায়। ভয়ে তারা কাজ ছেড়ে পালিয়ে আসে।মুহুর্তে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা। আসে চাবাগানের ম্যানেজার সহ অন্যান্যরা।



বনকর্মীরা জানায়, আমরা আশেপাশের এলাকা খুঁজে দেখেছি। চা বাগানে পটকা ফাটিয়ে দেখা হয়েছে। তবে ভাল্লুকের দেখা পাওয়া যায়নি। তবে আমরা এখানের মানুষদের সতর্ক থাকতে বলেছি। যদি কিছু দেখা যায় তবে আমাদের খবর দিতে বলেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code