Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেমন আছেন BCCI PRESIDENT সৌরভ গঙ্গোপাধ‍্যায়?

কেমন আছেন BCCI PRESIDENT সৌরভ গঙ্গোপাধ‍্যায়?


BCCI PRESIDENT





কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর তারপরেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে। তবে সব চিন্তাকে দূরে সড়িয়ে করোনা মুক্ত সৌরভ।




আজ শুক্রবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। নীল চেক শার্ট এবং নীল জ্যাকেট পরিহিত সৌরভ হাসপাতাল থেকে বেড়িয়ে লাল গাড়ি করে ফেরেন বাড়িতে। গাড়িতে ওঠার সময় হাতও নাড়ান।




হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠিকমতো খাওয়া-দাওয়া করেছেন। ভালো ঘুম হয়েছে। শারীরিক বিভিন্ন মাপকাঠিও স্বাভাবিক আছে। আজ রিপোর্ট আসার পর ছেড়ে দেওয়া তাঁকে।




করোনাভাইরাস থেকে সেরে উঠলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত ১৪ দিন বেহালার বাড়িতে সৌরভকে নিভৃতবাসে থাকতে হবে। মেনে চলতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। খেতে হবে ওষুধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code