কিয়ারার সৌন্দর্যে ঝড় উঠছে যুবা হৃদয়ে! 




সম্প্রতি হলুদ রঙের একটি শারারা পরে নেটিজেনদের মুগ্ধ করলেন কিয়ারা আদবানি। শেরশাহ ছবির অভিনেত্রী হলুদ শারারা ও চোলির সঙ্গে লম্বা জ্যাকেট আর তাঁতেই ঝড় উঠেছে যুবা হৃদয়ে। কিয়ারার মেদহীন চেহারাও স্পষ্ট।





স্ট্রাইপড লেহেঙ্গা আর তার সঙ্গে কালো চোলি। এমন আওয়ারগ্লাস ফিগারের জন্য শরীরচর্চা করেন কিয়ারা। মাঝেই তাঁর নানান স্টাইলের ছবি নজর কাড়ে দর্শকদের।




কখনও শাড়ি তো আবার কখনও আধুনিক পোশাক সবেতেই মন জয় করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে কুপোকাত বহু পুরুষ মন।




এর আগে কবীর সিং ও লাস্ট স্টোরিজ এই দুই ছবিতে নজর কেড়েছিলেন নায়িকা।এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। আগামীতেও তার হাতে বেশ কিছু কাজ আছে।