Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আপনার কাছে আর ছোটো জামা নেই..' খোলামেলা পোশাকের জন‍্য ট্রোলড অভিনেত্রী

'আপনার কাছে আর ছোটো জামা নেই..' খোলামেলা পোশাকের জন‍্য ট্রোলড অভিনেত্রী






বিগ বস ওটিটি খ‍্যাত অভিনেত্রী উরফি জাভেদ এবার ট্রোলড খোলামেলা পোশাকের জন‍্য। শো শেষ হয়ে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় হট অবতারে দেখা দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উরফি।





একজন তো বলেই ফেললেন, ‘‘ ম্যাডাম আপনার কাছে এর চেয়ে ছোট কাপড় নেই পরার জন্য...!’’ শরীরের ভাঁজ দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার এই প্রথম নয় এর আগেও অনেকবার খোলামেলা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।





ইনস্টাগ্রামে এক ইউজার কমেন্টে লেখেন, ‘‘ কী গো, লজ্জা বলে কি কিছু আছে তোমার !’’ আরেকজন লেখেন, ‘‘পরিবারের কেউ যদি তোমায় পর্ন স্টার বলে থাকেন, তাহলে একদম ঠিক বলেছেন ৷ নিজেই দেখো তোমার অবস্থা ৷’’





সব সময় নিজের মতো চলেন অভিনেত্রী পড়েনও নিজের মতন। যেন তিনি তাঁর একটা জায়গায় স্থির। কে কি বলছে তাতে কোনো যায় আসে না। একটি চেকের ব্রা-য় স্তন যুগলের উঁকি ও একটি পা খোলা চেকের পোশাকে উরফির ছবি এই মুহুর্তে ভাইরাল নেট পাড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code