একাদশ ও উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশ সংসদের 

WBCHSE Exam



উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের (WBCHSE Exam) জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE)। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের প্রাক্টিক্যাল পরীক্ষার মার্কস বিষয়ে জানিয়েছে সংসদ।


২০২১ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার (WBCHSE Exam) প্রাপ্ত নম্বর সংসদ অফিসে ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য পূর্বে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিলো তা বাতিল করা হয়েছে। নতুন তারিখ ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর করা হয়েছে। এই তারিখের মধ্যে নাম্বার সংসদ অফিসে জমা করতে হবে।


অন্যদিকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (WBCHSE Exam) প্রাক্টিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর জরুরী ভিত্তিতে সংসদ অফিসে জমা করতে বলা হয়েছে, এবং তার সাথে প্রাক্টিক্যাল পরীক্ষার খাতাপত্র স্কুলকে সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে।


প্রসঙ্গত গত ২ নভেম্বর বিজ্ঞপ্তি নং- L/SECY/31/2021-এ সংসদ সকল বিদ্যায়তনের প্রধানদের নির্দেশ দিয়েছিলেন যে " ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ব্যবহারিক (Practical) পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৪ মার্চ ২০২২ এর মধ্যে বিদ্যায়তনগুলি নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় সংসদ প্রেরিত তালিকাভুক্ত বিষয় গুলি থেকে Topic নির্বাচন করে Practical পরীক্ষা সম্পূর্ণ করবেন এবং পরীক্ষান্তে ১৫ মার্চ, ২০২২ তারিখের মধ্যে Practical এর নম্বর ও উত্তরপত্র সংসদে জমা দেবেন।"