Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে বিধায়কহীন দিনহাটা পেলো বিধায়ক-শপথ নিলেন উদয়ন

অবশেষে বিধায়কহীন দিনহাটা পেলো বিধায়ক-শপথ নিলেন উদয়ন


udayan guha


মঙ্গলবার বিধানসভাকক্ষে বিধায়ক হিসাবে শপথ নিলেন রেকর্ড ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। এতোদিন বিধায়কশূন্য দিনহাটা অবশেষে বিধায়ক পেলো। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয় লাভ করলেও অবশেষে তিনি মন্ত্রী পদ বজায় রাখেন, ফলে দিনহাটা বিধায়কহীন হয়ে পরে। পরবর্তীতে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বিরাট মার্জিনে জয়লাভ করেন। 

প্রসঙ্গত প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ (udayan guha)। প্রথম রাউন্ডে ৭৬৫২ ভোটে এগিয়ে যাত্রা শুর করে , ১৯ রাউন্ড শেষে তা দাঁড়ায় ১৬৩০০৫ । এতো বিরাট সংখ্যক ভোট দিনহাটার ইতিহাসে এই প্রথম ।

চূড়ান্ত ফলাফল- উদয়ন গুহ - ১৮৯১৫৩, অশোক মণ্ডল- ২৫৩৮৭ , আব্দুর রউফ- ৬৩৮০ এবং নোটা- ৩৯৩০। 


দিনহাটা বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড এর দিকে তাকালে দেখা যায়- ২০০৬ বিধানসভা ভোটে অশোক মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ৩৬৩০ ভোটে জয়লাভ করেছিলেন। উদয়ন গুহ ২০১১ সালে সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে ৩০০২৬ ভোটে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকেই। ২০১৬ তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে উদয়ন গুহ জিতেছিলেন ২১ ৭৯৩ ভোটে। আর ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন ৫৭ ভোটে।


২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচন ২০২১ এ নিশীথ প্রামাণিক মোট ভোট পেয়েছিলেন- 116,035, উদয়ন গুহ পেয়েছিলেন- 115,978 এবং আব্দুর রউফ পেয়েছিলেন 6,069 ভোট।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code