তামাকজাত পণ‍্য রুখতে অভিযান পুলিশের 





ডিস্ট্রিক ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আচমকা অভিযান বর্ধমানের তেতুলতলা বাজারে ।



তামাকজাত মশলা উপর অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। বছরখানেক আগে সরকারি বিভাগ ও স্কুল,কলেজের সামনে তামাকজাত পন্যের বিক্রি উপর নিষেধাজ্ঞা জারি করে ছিলো জেলা প্রশাসন। পাশাপাশি রাজ‍্যের তরফেও তামাকজাত গুটকা বন্ধের নির্দেশ জারি করেছিল।




করোনা আবহের জন্য সে ভাবে নজর না দিলেও ফের তা নিয়ে নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। শনিবার বিশেষ সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের তেতুলতলা বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ। উদ্ধার বিভিন্ন কোম্পানির প্রচুর পরিমানে তামাকজাত মশলা।



এনফোর্সমেন্ট বিভাগের ডি.এস.পি সমরেশ দে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে তামাকজাত মশলার উপর অভিযান চালানো হয়। এই সব মশলা খুবই ক্ষতিকর সাধারণ মানুষের ক্ষেত্রে। অভিযান চালিয়ে প্রচুর মশলা বাজেয়াপ্ত করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়ে জি.ডি দায়ের করা হয়েছে। পরবর্তী সময় উচ্চ আধিকারিকদের যেরকম নির্দেশ আসবে সেইরকম পদক্ষেপ নেওয়া হবে।