Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 WC, IND vs AFG: আজকেও টসে হার ভারতের, ফিল্ডিং নিল আফগানিস্তান, দেখুন ফুল স্কোয়াড

T20 WC, IND vs AFG: আজকেও টসে হার ভারতের, ফিল্ডিং নিল আফগানিস্তান, দেখুন ফুল স্কোয়াড





টি২০ বিশ্বকাপের আসরে ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার টস। তৃতীয় ম‍্যাচেও টসে হার বিরাটের। টি২০ বিশ্বকাপের আসরে পাকিস্তান ও নিউজিল‍্যান্ডের কাছে টসে হারার পর খেলাতেও হেরেছে টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবির। 


ভারতীয় একাদশে দুটো পরিবর্তন। ঈশান কিষাণের পরিবর্তে সূর্যকুমার যাদব। বরুণ চক্রবর্তীর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিন। 




ভারত একাদশ: কোহলি, রোহিত, রাহুল, সূর্যকুমার, পন্থ, হার্দিক, জাদেজা, শার্দুল, অশ্বিন, শামি, বুমরাহ। 



আফগানিস্তান একাদশ: এইচ জাজাই, এম শাহজাদ, আর গুরবাজ, এন জাদরান, এম নবী, জি নায়েব, কে জানাত, আর খান, এস আশরাফ, নবীন-উল-হক, এইচ হাসান


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code