'আজ আমার প্রকৃত গুরু বিয়োগ হল': সুব্রতর প্রয়াণে শোকাচ্ছন্ন পার্থ
বাংলার রাজনীতিতে নক্ষত্রপতন। গতকাল রাতে চির বিদায়ে শায়িত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই প্রবীন নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
বর্ষীয়ান নেতার মৃত্যুতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ওঁর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। সেগুলি মনে করলেই কষ্ট বাড়ছে। আমি সবে কলেজে ভর্তি হয়েছি। ১৯৭১-এ সুব্রতদার একান্ত সচিব বাবলু মুখোপাধ্যায়ের ভাই অচিন্ত্য মুখোপাধ্যায় তিনিই একডালিয়াতে থাকতেন, সেই আমাকে প্রথম সুব্রত মুখোপাধ্যায়ের কাছে নিয়ে যান। সেই থেকেই সুব্রতদার সঙ্গে আমার আলাপ।"
তিনি আরও বলেন, "রাজনৈতিক তত্ত্বকথায় নয়, ওঁকে দেখে ছাত্র পরিষদে নাম লিখিয়েছিলাম। আজ আমার প্রকৃত গুরু বিয়োগ হল।"
পার্থ চট্টোপাধ্যায় বলে চলেন, "অসম্ভব মিষ্টি খেতে ভালবাসতেন, মৌরলা মাছ-গুড় খেতে ভালবাসতেন। একটা বই হয়ে যাবে সুব্রতদার সম্পর্কে বলতে গেলে।"
তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের গুরু ছিলেন। আজ এমন একটা দিনে হল যখন কালীপুজোর দিনে আঁধার নেমে এল। কত রকম রঙ্গ, রসিকতা হয়েছে। কিন্তু আমুদে মানুষ ছিলেন। সুব্রতদা নেই এটা ভাবতে পারছি না। যেমন অকস্মাৎ দেখা হয়েছিল, তেমন অকস্মাৎ আজ বিলীন হয়ে গেলেন। ভীষণ কষ্ট হচ্ছে আজ।"
দক্ষিণ ২৪ পরগনার বজবজের সারেঙ্গাবাদের ছেলে তিনি। ইন্দিরা গান্ধীর (Indira Gandhi)প্রিয়, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্নেহধন্য, সোমেন মিত্রর সতীর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের বর্ষীয়ান নেতা তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊