কোচবিহারে অনুষ্ঠিত হতে চলেছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরন কর্মসূচী ও শিবির



আজ ২০ই নভেম্বর রাজ‍্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কোচবিহার জেলাতেও রাজ‍্য সরকারের স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরন কর্মসূচী ও শিবির হতে চলেছে। 



আজ শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজ‍্যের বিভিন্ন জেলার সাথে সাথে কোচবিহার জেলাতেও বিলি করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 



উক্ত শিবিরে যে সকল ছাত্র ছাত্রীর স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আবেদন গ্রহনযোগ‍্য হয়েছৈ তাঁদের হাতে তুলে দেওয়া হবে ক্রেডিট কার্ড।