Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ration Card সংক্রান্ত সব সমস্যার সমাধান এখন নিজের হাতেই, চালু হলো App , Whatsapp

Ration Card, Duare Ration Scheme, Mamata Banerjee,Khadya Sathi: Amar Ration Mobile App, Whatsapp-9903055505

Duare Ration Scheme



রাজ্যের বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর ঘরে ঘরে রেশন সামগ্রী পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় এসেই দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার কোলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা রাজ্যে শুভ সূচনা করেন দুয়ারে রেশন প্রকল্পের (Duare Ration Scheme)।


আর সেই সাথে দুয়ারে রেশন প্রকল্পকে আরও ঢেলে সাজানো হয়েছে। খাদ্যসাথী মোবাইল অ্যাপ এর ব্যবস্থা করা হয়েছে। "খাদ্যসাথী আমার রেশন মোবাইল অ্যাপ" (Khadya Sathi: Amar Ration Mobile App)- এই অ্যাপের সাহায্যে রেশন কার্ড সংক্রান্ত যে কোন সমস্যার সমাধান বা আবেদন জানানো এখনো আরও সহজ হয়ে গেলো।


এছাড়াও চালু করা হয়েছে Whatsapp নাম্বার, যেখানে Hi লিখলেই মিলবে সব প্রশ্নের উত্তর নিমেষেই। খাদ্যসাথী সংক্রান্ত কোন বিষয়ে তথ্য পেতে গেলে 9903055505 নাম্বারে Whatsapp করতে হবে ।

join our telegram channel - Join 

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code