বিরাট অফার এলআইসিতে!২০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা সঙ্গে পেনশন ১৫ হাজার
সবার আগে এলআইসিতে বিনিয়োগ করতে ইচ্ছা থাকলে মনে রাখতে হবে কোন পলিসিটি অত্যন্ত উপযুক্ত বা কোন পলিসি উপযুক্ত নয়। এলআইসির
জীবন প্রগতি যোজনাতে ২০০ টাকা করে ২০ বছরের জন্য প্রতিদিন বিনিয়োগ করলে মেয়াদ শেষে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা ৷
এলআইসির জীবন প্রগতি যোজনার বিশেষত্ব এটা হল যে ১৫,০০০ টাকার বেশি পেনশনও। এই পলিসির সব থেকে বড় বিষয় এটাই হল যে কম বিনিয়োগ করে অনেক বেশি ফায়দা পাবেন গ্রাহকেরা৷
এই পলিসিতে সুরক্ষার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের দিকও রয়েছে ৷ এই পলিসিতে প্রতি পাঁচ বছরে রিস্ক কভার বাড়তে থাকে ৷ প্রথম পাঁচ বছরে সাম অ্যাসিওর্ড ততটাই থাকে ৷
এরপরে ৬ থেকে ১০ বছরে ২৫ শতাংশ থেকে ১২৫ শতাংশ হয় ৷ ১১ থেকে ১৫ বছরে সাম অ্যাসিওর্ডের থেকে বেড়ে ১৫০ শতাংশ যায়৷ এরপরে ১৬ থেকে ২০ বছরে সাম অ্যাসিওর্ডের ২০০ শতাংশ বেশি হয় ৷
যদি পলিসি চলার সময়ে পলিসি ধারকের মৃত্যু হয় ৷ সেই সময়ে মৃত্যুর কভারেজ বেনিফিট ২ লক্ষ টাকা থেকে ৬ থেকে ১০ বছরে মৃত্যু হলে কভারেজ পাওয়া যাবে ২.৫ লক্ষ টাকা । ১১ থেকে ১৫ বছরে কভারেজ পাওয়া যাবে ৩ লক্ষ টাকা ৷ ১৬ থেকে ২০ বছরে কভারেজ পাওয়া যাবে ৪ লক্ষ টাকা ৷
এছাড়াও দুর্ঘটনার ফলে কোনও রকমের অঙ্গ বিদ্যুতি ঘটলেও বিশেষ কভারেজ রয়েছে ৷ তবে এরজন্য একটু বেশি প্রিমিয়ামের টাকা দিতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊