ভোর রাতে কেঁপে উঠলো (earthquake) বিস্তির্ণ এলাকা, রিখটার স্কেলে (Richter scale) মাত্রা ছিলো ৬.১ earthquake today
শুক্রবার ভোরে মিজোরামের থেনজাওলেতে রিখটার স্কেলে (Richter scale) ৬.১ মাত্রার ভূমিকম্প (earthquake) আঘাত হানে।
National Center for Seismology (NCS) অনুসারে, ভূমিকম্পটি প্রায় ভোর 5:15 মিনিট নাগাদ আঘাত হানে।
20 নভেম্বর, রিখটার স্কেলে 4.1 মাত্রার একটি ভূমিকম্প গুয়াহাটি এবং আসামের অন্যান্য অংশে কেঁপে উঠেছিল। এনসিএস অনুসারে ভূমিকম্পটি দুপুর 1:12 মিনিটে জানানো হয়েছিল এবং ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার।
আজ আবার ভোরে কেঁপে উঠলো মিজোরাম সহ দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও ভূকম্প অনুভূত হয়েছে।
এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
3 মন্তব্যসমূহ
OMG
উত্তরমুছুনEarthquake
উত্তরমুছুনEarthquake
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊