স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে পদ্মশ্রী ফিরিয়ে গ্রেফতারের দাবি কঙ্গনার বিরুদ্ধে 








স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্র বিন্দুতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আর তারপরেই পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে তাঁকে গ্রেফতারের দাবি তুললো মহারাষ্ট্রের মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক।



সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, স্বাধীনতা যদি ভিক্ষে করে পাওয়া যায়, তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে ? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষে। প্রকৃত স্বাধীনতা পাওয়া গিয়েছে ২০১৪-তে। কঙ্গনার ওই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।



এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক বলেন, "কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের আমরা তীব্র নিন্দা করছি। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন। কঙ্গনার থেকে পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া উচিত কেন্দ্রের। ওঁকে গ্রেফতার করা উচিত। মনে হচ্ছে, এই ধরনের মন্তব্য করার আগে কঙ্গনা মালানা ক্রিমের ভারী ডোজ নিয়েছিলেন।"



এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বরুণ গাঁধী ট্যুইট করেন, ‘কখনও মহাত্মা গাঁধীর ত্যাগ ও তপস্যার অপমান, কখনও তাঁর হত্যাকারীর প্রতি শ্রদ্ধা, আর এখন মঙ্গল পান্ডে থেকে শুরু করে রানি লক্ষ্মীবাই, ভগৎ সিংহ, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে চূড়ান্ত অবজ্ঞা। এই চিন্তাভাবনাকে পাগলামি, না দেশদ্রোহ বলা যায়?’