বিজেপির কাঁটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র!
মন্ত্রীত্ব হারিয়ে কিছুদিন পরেই ছেড়েছেন বিজেপি আর তারপর পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকে। এখন তৃণমূলের সৈনক এক সময়ের বিজেপির মন্ত্রী। নতুন দলে যোগ দিয়ে নিজের পুরোনো দলকে বিঁধছেন বারে বারে।
গতকাল চার বিধানসভার উপনির্বাচনের ফলে কার্যত ধরাশায়ী বিজেপি। দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহ নিজেদের দখলে রেখেছে তৃণমূল। আর তারপর টুইটারে ফের বিজেপি বিঁধলেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি ২৪-এ ভরাডুবির বার্তাও দিলেন।
শুধু বাংলা নয়, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং হিমাচল প্রদেশেও উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদি–অমিত শাহের দল। তারপরেই আক্রমণে নেমেছেন তৃণমূল নেতারা।
একটি টুইটে বাবুল লিখেছেন, ''বাংলার উপনির্বাচনে দারুণ জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন। আর তাঁদের যা প্রাপ্য, সেটাই পেয়েছে বিজেপি। দেখব দলের অনুগত কর্মীদের সঙ্গে অভদ্র ব্যবহার, পিছন থেকে ছুরি মারা জনতা বিরোধী দলের অযোগ্য নেতারা ২০২৪ সালের লোকসভা ভোটে কত আসন জিততে পারে।''
ট্যুইটারে আরও লিখেছেন, ''‘যে BJP নিজের নিবেদিত প্রাণ কর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে, হেনস্থা করেছে, পিছন থেকে ছুরি মেরে চলেছে, তারা ভারতের নাগরিকদের জন্য আর কতটা ভালো করতে পারে! দলের জন্য ঘাম ও রক্ত দিয়েছে দলের কর্মীরাই। সকলে দেখে নিন BJP-র কতজন প্রবীণ নেতা এখন দলেরই তীব্র বিরোধী।''
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊