Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব‍্য গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব‍্য গ্রেফতার যুবক






সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


স‍্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে কুরচিকর মন্তব‍্য করায় গ্ৰেপতার মেমারি আমদপুরের যুবক ।




শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিপূর্ণ বক্তব্য করার অভিযোগে রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের আমদপুর থেকে গ্রেপ্তার করা হলো সঞ্জিত মুর্মু নামে ২৫ বছর বয়সী এক যুবককে।অভিযুক্তকে আজ বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ।




শনিবার মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওর কমেন্ট বক্সে একটি কুরুচিকর মন্তব্য করে ২৫ বছরের ওই যুবক।







এর পরই মেমারি থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ করেন আমাদপুর অঞ্চলের প্রেসিডেন্ট। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদপুর থেকে মেমারি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়।




৫০০/৫০৪/৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান অভিযুক্তের আইনজীবী সদন তা।




অভিযুক্তকে জেল হেফাজতে রেখে সোমবার ফের হেয়ারিং আছে বলে জানান থার্ড কোর্ট এপিপি সোনালী চিত্রকর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code