দীপাবলির আনন্দে শোকের ছায়া, চলে গেলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
অসুস্থ ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি ছিলেন হাসপাতালে । গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলছিল চিকিৎসাও। ্কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ রাত ৯টা ২২মিনিটে এসএসকেএম মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। কার্ডিওলজির আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন পঞ্চায়েতমন্ত্রী। বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়। ধমনীতে স্টেন্ট বসানোর পরেও অবস্থার অবনতি হয় তাঁর।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রাত সাড়ে ৯টা নাগাদ এসএসকেএমে গিয়ে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল মাজি।
বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতনে শোকের ছায়া দীপাবলির আনন্দে। গত ২৫ অক্টোরর রুটিন চেকআপের জন্য SSKM-এ ভর্তি হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে প্রথমে উডবার্নের আইসিসিউ-তে, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে। ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় রাজ্যের মন্ত্রীকে। দেওয়া হয় অক্সিজেনও। পরে আবার বুকেও সংক্রমণ ধরা পড়ে। অবশেষে আজ লড়াইয়ে হার মেনে সকলকে বিদায় জানালেন তিনি।
সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব সামলেছেন তিনি। যেমন সফলতা তেমন ছিল বিতর্কও। নারদা কাণ্ডে গ্রেফতারও হয়েছেন। সব কিছুকে সামাল দিয়ে যুক্ত ছিলেন সক্রিয় রাজনীতিতে।
6 মন্তব্যসমূহ
দু:খ জনক
উত্তরমুছুনRIP
উত্তরমুছুনRIP
উত্তরমুছুনবিদেহী আত্মার শান্তি কামনা করি।।
উত্তরমুছুনRIP
উত্তরমুছুনRIP
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊