Latest News

6/recent/ticker-posts

Ad Code

WEST BENGAL BY ELECTION 2021:চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষনা বামফ্রন্টের

চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষনা বামফ্রন্টের  


WEST BENGAL BY ELECTION 2021



আসন্ন চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষনা করলো বামফ্রন্ট। রাজ‍্যে আগামী ৩০ই অক্টোবর খড়দহ, দিনহাটা, গোসাবা ও শান্তিপুরের উপনির্বাচন। আর তার আগে গত ৩রা অক্টোবর ভবানীপুর উপনির্বাচনে বিপুল জয়ের পর চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা করে রাজ‍্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এবার প্রার্থী তালিকা জানালো বামফ্রন্ট।


দিনহাটা বিধানসভা থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী করা হয়েছে আব্দুল রউফকে। 


শান্তিপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো। 


খড়দহে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ‍্যোতি দাস। 


গোসাবায় বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী অনিল চন্দ্র মণ্ডল। 


WEST BENGAL BY ELECTION 2021


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code