Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB BY POLL: আজ ৪ কেন্দ্রে উপনির্বাচন, কে কোথায় প্রার্থী?‌ জেনে নিন সমীকরণ

WB BY POLL: আজ ৪ কেন্দ্রে উপনির্বাচন, কে কোথায় প্রার্থী?‌ জেনে নিন সমীকরণ


today breaking news wb poll




শনিবার অর্থাৎ আজ রাজ্যের দিনহাটা, শান্তিপুর, গোসাবা এবং খড়দহ চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। চার বিধানসভা কেন্দ্রে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। সূত্রের খবর, ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।



শান্তিপুর বিধানসভা কেন্দ্র—

তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।

বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস।

বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো এবং কংগ্রেস প্রার্থী রাজু পাল।

এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এই কেন্দ্র থেকে জয়ী হলেও রাজ্যে সরকার গঠন করতে পারেনি বিজেপি তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ পদেই রয়েছেন জগন্নাথ সরকার। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন। দেখা যাক উপনির্বাচনে কে জেতে।



দিনহাটা বিধানসভা কেন্দ্র—

বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।

বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ।

তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ৷


এখানেও উপনির্বাচনের কারণ বিজেপি থেকে জয়ী হওয়া বিধায়কের পদত্যাগ। কোচবিহার জেলার এই সিটে ৫৭ ভোটে নিশীথ প্রামাণিক ভোটে জিতেও সাংসদ পদকে বেছে নেন। পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে। ফলে এই কেন্দ্রে উপনির্বাচন। এবারের নির্বাচনে একদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা উদয়ন গুহ অন্যদিকে বিজেপির অশোক মণ্ডল। দেখা যাক উপনির্বাচনে কে জেতে।



গোসাবা বিধানসভা কেন্দ্র—

বিজেপি প্রার্থী পলাশ রাণা।

তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল।

বামফ্রন্ট প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল।

এখানে বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন জয়ন্ত নস্কর। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাই এখানে উপনির্বাচন হচ্ছে।



খড়দহ বিধানসভা কেন্দ্র—

তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

বিজেপির প্রার্থী জয় সাহা।

বামফ্রন্ট প্রার্থী করেছে দেবজ্যোতি দাস।

খড়দহ কেন্দ্রে একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। কিন্তু ফল ঘোষণার আগেই করোনাভাইরাসে মৃত্যু হয় তাঁর। তাই ফের উপনির্বাচন হচ্ছে। এদিকে তৃণমূলের হয়ে ভবানীপুরে জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পদত্যাগ করা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ফের লড়ছেন এই আসন থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code