Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে চিকিৎসা মিলবে না সরকারি হাসপাতালেও, জারি নির্দেশিকা- Swasthya Sathi

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড না থাকলে চিকিৎসা মিলবে না সরকারি হাসপাতালেও, জারি নির্দেশিকা

Swasthya Sathi



সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বলেন, 'অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথীর কার্ড অবহেলা করছে। সরকারি প্রকল্পকে মান্যতা দিতেই হবে। না হলে তো তাদের লাইসেন্স বাতিল হতে পারে'।


আর এরপরেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি হলো। এবার সরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক ।

swasthya sathi



তবে দুশ্চিন্তার কিছু নেই- যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, সেক্ষেত্রে হাসপাতালেই কার্ড বানিয়ে দেওয়া হবে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড (aadhaar card)। তবে যদি কেউ CGHS, WBHS বা ESI দেখান, তাহলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।  আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী প্রকল্পে কীভাবে নাম নথীভুক্ত করবেন? Download Form PDF

একটি মন্তব্য পোস্ট করুন

10 মন্তব্যসমূহ

  1. খুব ভালো সিদ্ধান্ত
    তবে বেকারত্ব এর সমস্যা সমাধান করা টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ও জরুরি

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code