স্বপ্নপূরণ ধূপগুড়িবাসীর! উদ্বোধন হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বুকিং টিকিট কাউন্টার

স্বপ্নপূরণ ধূপগুড়িবাসীর! উদ্বোধন হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বুকিং টিকিট কাউন্টার





জলপাইগুড়ি :- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধূপগুড়িবাসীর স্বপ্ন পূরণ হলো। শুক্রবার ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বুকিং টিকিট কাউন্টার।




এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের উপস্থিতিতে টিকিট কাউন্টার এর শুভ উদ্বোধন করার পাশাপাশি দুটি নতুন দূরপাল্লার বাস এই কাউন্টার থেকেই ছাড়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।




ধূপগুড়িবাসী অনেকদিন আগে থেকেই মনে করছিলেন দূরপাল্লার দুটি বাস হলে অনেকটা সুবিধা হবে সেই সুবাদে ধূপগুড়ি থেকে মালদা পর্যন্ত অপর একটি বহরমপুর পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা।




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্থ প্রতিম রায় এছাড়াও ডিভিশনাল ম্যানেজার কল্যান বন্দ্যোপাধ্যায়,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস চ্যাটার্জী, ময়নাগুড়ি ডিপোর কর্মীরা এবং ধূপগুড়ি পৌরসভা চেয়ারপারসন ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রাক্তন বিধায়ক মিতালি রায় সহ অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ