ওরে নবমী-নিশি,  না হইও রে অবসান- আজ মহানবমী 

মহানবমী


দেখতে দেখতে কেটে গেলো বেলা, দুয়ারে  কড়া নারে বিদায়ের সুর। মায়ের  এবার বিদায়ের পালা। আসছে বছর মা আবার আসবে তারই  অপেক্ষায় দিনগোনা। 

বিজয়ার শুভেচ্ছা জানান ডিজিটাল গ্রেটিংস দিয়ে, Free Download করুন এখনি 

মহানবমী


'সন্ধি পুজো' শেষ হলে শুরু হয় মহানবমী। নবমীর সন্ধ্যাবেলা, দেবীর 'মহা আরতি' করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। 

৫ কার্তিক ২৩ অক্টোবর বিকাল ৩ টা ৪ মিনিট পর্যন্ত মহানবমী। ৬ কার্তিক ২৪ অক্টোবর দুপুর ১২ টা ৪২ পর্যন্ত মহা দশমী। 


মহানবমী