শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা- জানান আপনার প্রিয়জনকে
আজ মায়ের যাওয়ার পালা (Subho Bijaya Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। মা (Maa Durga) ফিরছেন ঘরে। পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে।
আসুন দশমীর এই মনখারাপের দিনেও আমরা ভাগ করে নিই শুভেচ্ছা- সৌহার্দ্য (Wish)।
আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি।
মন ভার নয় আসছে বছরের অপেক্ষায় প্রহর গুনবো, মায়ের আগমনের দিকে তাকিয়ে থাকবো।
বিজয়ায় প্রিয়জনকে মিষ্টি শুভেচ্ছা পাঠান। করোনা থেকে বাঁচতে শারিরিক দূরত্ব বজায় রাখুন। শুভ বিজয়া।
7 মন্তব্যসমূহ
শুভঃ বিজয়া দশমী।।
উত্তরমুছুনশুভ বিজয়া
উত্তরমুছুনশুভেচ্ছা রইলো
উত্তরমুছুনশুভ বিজয়া দশমী ❤️
উত্তরমুছুনসকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা রইল 🥰
উত্তরমুছুনশুভ বিজয়া দশমী
উত্তরমুছুনএরকম সুন্দর সুন্দর greeting চাই ।। খুব ভালো লাগে ।।
উত্তরমুছুনthanks