Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2021: CSK-র কাছে হেরে IPL-র ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড গড়ল KKR

IPL 2021: CSK-র কাছে হেরে IPL-র ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড গড়ল KKR






আইপিএল ২০২১-এর ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে এক নজিরবিহীন রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স যে রেকর্ড টুর্নামেন্টের ইতিহাসে আর কোনও দলের নেই। আট দলের টুর্নামেন্টে ১ থেকে ৮, সব জায়গায় থেকে মরশুম শেষ করার রেকর্ড গড়ল তাঁরা।




২০১২ ও ২০১৪ -র আইপিএল ফাইনাল জিতেছে কেকেআর। কিন্তু কখনও রানার্স হয়নি। এবার সিএসকের কাছে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো কেকেআর। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র দল হিসেবে আটটি স্থানে থেকেই আইপিএল মরশুম শেষ করার নজির গড়ে ফেলে নাইট রাইডার্স।




পরিসংখ্যান অনুযায়ী-

চ্যাম্পিয়ন: ২০১২ ও ২০১৪

রানার্স: ২০২১

তৃতীয়: ২০১৭ ও ২০১৮

চতুর্থ: ২০১১ ও ২০১৬

পঞ্চম: ২০১৫, ২০১৯ ও ২০২০

ষষ্ঠ: ২০০৮ ও ২০১০

সপ্তম: ২০১৩

অষ্টম: ২০০৯



এই রেকর্ড আর কোনও দলের নেই আইপিএলের ইতিহাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code