Aadhaar card: Aadhaar card-এ নিজের ছবি বদলাতে চান? কীভাবে করবেন জানুন বিস্তারিত 

Aadhaar Card





আধার কার্ড এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় নথি। এই মুহুর্তে আধার কার্ড পরিচয় পত্র প্রমাণের একটি অন‍্যতম ডকুমেন্ট। ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি থেকে সরকারি সুবিধা সকল ক্ষেত্রে আধার কার্ড লাগেই। ফলে নির্ভুল আধার কার্ড অত‍্যন্ত জরুরী। 



আপনার আধার কার্ডের পুরনো ছবির সাথে আপনার এখন চেহারার মিল নেই কিংবা ছবিটি আপনার পছন্দের নয়, আপনি বদলে ফেলতে পারেন আপনার আধার কার্ডের সেই ছবি। যদি আপনি কয়েকটি ধাপ পেরিয়ে যেতে পারেন তাহলেই বদলে যাবে আপনার ছবি। 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI) ছবি বদল করার ক্ষেত্রে যে পদ্ধতি নিয়ে এসেছেন তা হল-


  • প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।

  • পুরো ফর্ম পূরণ করে আধার এনরোলমেন্ট প্রতিনিধির কাছে জমা করুন।

  • প্রতিনিধি গ্রাহকের পরিচয়পত্রের যাবতীয় নথি বায়োমেট্রিকের সঙ্গে মিলিয়ে দেখবেন।

  • আধার এনরোলমেন্ট সেন্টারে আপনার নতুন ছবি তুলবেন আধার প্রতিনিধি।

  • আধার কর্তৃপক্ষ আপনার থেকে ২৫টাকা ও জিএসটি ধার্য করবে।

  • গ্রাহককে একটা এনরোলমেন্ট স্লিপ দেবে আধার সেবা কেন্দ্রের প্রতিনিধি। যেখানে আপনার 'আপডেট রিকোয়েস্ট নম্বর 'লেখা থাকবে।

  • 'আপডেট রিকোয়েস্ট নম্বর' (URN)দিয়েই আধারের ওয়োবসাইট নিজের ফটো আপডেট দেখতে পাবেন গ্রাহক।

  • ওয়েবসাইটে নতুন ছবি-সহ কার্ড আপডেট হয়ে গেলে তা ডাউনলোড করে নিতে হবে গ্রাহককে। আবার চাইলে পিভিসি করেও নিতে পারেন।