Durga Puja 2021 : পঞ্চম শ্রেণির ছাত্রী Youtube দেখেই বানিয়ে ফেললো দুর্গা ঠাকুর 

Durga Puja 2021


পিতৃপক্ষের  অবসান হয়েছে, শুরু হয়েছে মাতৃপক্ষের । বেজে উঠেছে আগমনীর সুর। মা দুর্গা আসবেন পিতৃগৃহে। তাইতো ধরাধামে আনন্দের চ্ছটা। যদিও করোনার প্রভাব এখনো যায়নি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার প্রহর গুনতে হচ্ছে। তবে করোনা মহামারী কালে অনেক ক্ষতিও যেমন হয়েছে তেমনি নতুনত্ব এসেছে জীবন ধারায়। ডিজিটাল নির্ভর হয়েছি আমরা।  আর তারই প্রতিফলন ঘটলো জলপাইগুড়ির প্রেয়সীর কর্মকান্ডে। 

আরও পড়ুনঃ দুর্গা পূজার আরতি, অষ্টমীর অঞ্জলির সময় বিস্তারিত 

পঞ্চম শ্রেণিতে পাঠরতা প্রেয়সি Youtube দেখেই বানিয়ে ফেলেছে দুর্গা প্রতিমা। মোবাইলে Youtube দেখেই  সুন্দর প্রতিমা তৈরি করেছে সে।

Durga Puja 2021


ইউটিউব দেখেই পনেরো দিনে কাগজের মিনি দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী  প্রেয়সী সরকার।

বাড়ি জলপাইগুড়ির বউবাজার  এলাকায়। প্রেয়সী একটি কমম্পিটিশনে যোগদান করবে। তাই কাগজ ও রং তুলি দিয়ে  মিনি দুর্গা  তৈরি করে ফেলে। এই ধরনের প্রতিমাটি এই বারই প্রথম সে বানিয়েছে।যা দেখতে ইতিমধ্যে ভীর জমিয়েছে পাড়া পড়শিরাও।