Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2021: ২ রানের জন‍্য ডু'প্লেসির হাতছাড়া অরেঞ্জ ক‍্যাপ, দখল করলেন সতীর্থ রুতুরাজ

IPL 2021: ২ রানের জন‍্য ডু'প্লেসির হাতছাড়া অরেঞ্জ ক‍্যাপ, দখল করলেন সতীর্থ রুতুরাজ

Faf Du Plesis




মাত্র ২ রানের জন্য অরেঞ্জ ক্যাপ হাতছাড়া করলেন ডু'প্লেসি। ৬৩৫ রান করা রুতুরাজের মাথায় রয়েছে কমলা টুপি। ডু'প্লেসি টুর্নামেন্ট শেষ করলেন ৬৩৩ রান করে।



আজ আইপিএল ফাইনালের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯২ রান তোলে চেন্নাই সুপার কিংস। আর এই রানের সিংহভাগ ওঠে ডু'প্লেসির ব‍্যাটেই। এদিন ৭টি ছয় ও তিনটি চারের বিনিময় ৫৯ বলে ৮৬ রান করেন ডু'প্লেসি। 




নিজের ৫৮ নম্বর বল ও কলকাতা ইনিংসের শেষ বলে ২ রান নিলেই অরেঞ্জ কাপের ভাগিদার হতে পারতেন ডু'প্লেসি। কলকাতার যখন শেষ বল তখন বলটি তুলে দেন ডু'প্লেসি কিন্তু চার বা ছয় হওয়ার বদলে বল ধরা পড়ে কলকাতার ফ্লিডারের হাতে আর তাতেই স্বপ্নভঙ্গ হয় ডু'প্লেসির। 



এদিকে ৬৩৫ রান করেই অরেঞ্জ কাপের মালিকাধীন রইলেন রুতুরাজ। এদিনের ম‍্যাচে ২৭ বলে ৩২ রান করেন রুতু। তিনটি চার ও একটি ছয় হাকান তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code