চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান জেলা শাসককে

NSQF




পূর্ব বর্ধমান:- চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পূর্ব বর্ধমান জেলা শাসককে।


পশ্চিমবঙ্গ NSQF অর্থাৎ নাশনাল স্কিল কোয়ালিফিকিশন এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাত দফা দাবি নিয়ে সরব হন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের অধীন।


মূলত এদিন শিক্ষক শুভদীপ ভৌমিক জানান,সরকারি বিদ্যালয় গুলি এজেন্সির দ্বারা বেসরকারি করণ হতে চলেছে,সুতরাং যেসব চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা টানা দেড় বছর ধরে করোনাকালে অনলাইনের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের অনলাইনের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করেছে এইসব চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিরা, কার্যতঃ এমত অবস্থায় রাজ্য সরকার বেতন দিচ্ছে না, এই অবস্থায় পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।


এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত উন্নয়ন মূলক প্রকল্প এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা তুলে ধরেছে,অথচ আজ আমরা সকলেই রাস্তায়।


সার্বিকভাবে সরকারের কাছে আবেদন ও অনুরোধ জানিয়ে আজ জেলা শাসককে সাত দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হলো।