পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন World Climate Strike Demands to Save the Environment

পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন

পরিবেশ বাঁচানোর দাবিতে (Save the Environment) রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জলবায়ু ধর্মঘট। আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্ব জলবায়ু ধর্মঘট বা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে (World Climate Strike) এর ডাক দেওয়া হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই তা পালিত হচ্ছে। বাদ যায়নি কোচবিহার জেলার দিনহাটাও ।


 এদিন কোচবিহার জেলার দিনহাটা বিজ্ঞান কেন্দ্র এর পক্ষ থেকে একগুচ্ছ দাবি নিয়ে শহর পরিক্রমা করে স্বেচছাসেবী সংগঠন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ। পাশাপাশি দাবি পূরণেই এদিন সোচ্চার হন বিজ্ঞান কর্মীরা। দিনহাটায়  এদিন এই কর্মসূচির আয়োজন করে “দিনহাটা  বিজ্ঞান কেন্দ্র” । নেতৃত্বে ছাত্রছাত্রীরা এবং সংস্থার সদস্যরা এতে অংশ নেন।


প্রসঙ্গত, স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)  জলবায়ু রক্ষার জন্য কয়েক বছর আগে প্রথম আন্দোলন শুরু করেছিলেন। তার সেই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। ২০১৯ সালের সেপ্টেম্বরের জলবায়ু ধর্মঘট, যা ভবিষ্যতের জন্য বৈশ্বিক সপ্তাহ নামেও পরিচিত, এটি ছিল একটি বৈশ্বিক ধর্মঘট ও আন্দোলন যা ২০-২৭ সেপ্টেম্বর ক্ষতিকর জলবায়ু পরিবর্তনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অনুষ্ঠিত হয়। আজ ২৪ সেপ্টেম্বর কলকাতা-সহ সারা রাজ্যে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হচ্ছে ।