যৌবনের একটা বড় ভুল! একটা MMS কীভাবে শেষ করে দেয় একটা মেয়ের জীবন -আসছে উত্তরণ 

Madhumita Sarcar




ডিজিটাল দুনিয়ায় পা রেখেছি আমরা, স্যোসাল মিডিয়া, চ্যাটিং, ভিডিও চ্যাটিং এই সমস্য শব্দ আমাদের জীবনে সুপরিচিত। কিন্তু কতজনই বা  এর ব্যবহার জানে! অনেক সময় দেখা যায় প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তে স্যোসাল সাইটে চলে আসছে। এ এক বিশ্বাস হীনতার যুগে অসহায় প্রেমের জীবন। বিশেষত মেয়েদের অবস্থা । কত মেয়েকেই না এই MMS এর ফাঁদে পড়ে জীবন শেষ করতে হচ্ছে।

এমনই এক মেয়ের কথা নিয়ে আসছে হৈচৈ OTT PLATFORM এ উত্তরণ (Uttaran). অভিনয়ে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। 

উত্তরণ সিরিজ নিয়ে মধুমিতা (@madhumitact) জানিয়েছেন- 'একটা MMS কী করে একজন মেয়ের জীবন তছনছ করে দেয়, তার গল্প শোনাবে উত্তরণ!' 

জানাগেছে উত্তরণ ওয়েবসিরিজটি প্রখ্যাত সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা 'বটতলা' উপন্যাস অবলম্বনে তৈরি ।

বটতলা উপন্যাসটিতে দেখা যায় ঐতিহ্যপূর্ণ প্রাচীন জনপদ দেউলপুর। কলকাতা থেকে খুব দূরে নয়, শান্ত গঞ্জ এলাকা। এখানেই বড় হওয়া মেধাবী ছাত্র নীলার্ক প্রায় আড়াই বছর পর আমেরিকা থেকে বাড়ি ফেরে আসে ছুটি কাটাতে। কিন্তু তখন দেউলপুরের বাতাসে ভাসছে নীলার্কদের পরিবারের কেচ্ছা-কাহিনী।

লোকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে একটি অশ্লীল ভিডিও ক্লিপিংস, যেখানে দেখা যাচ্ছে নীলার্কর পরিবারের এক সদস্যাকে। এটা কি প্রযুক্তির কারসাজি, না কি সত্যিই নীলার্কদের বাড়র মহিলাটি অংশগ্রহণ করেছিল ওই নীলছবিতে? কারাই বা ছড়াল ওই ভিডিও ফুটেজ? সাইবার ক্রাইমের নিপুণ ছোবল যে বিপন্নতা তৈরি করে, তারই বাস্তব চিত্র ‘বটতলা’ উপন্যাসে।

আর এই উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে উত্তরণ।