যৌবনের একটা বড় ভুল! একটা MMS কীভাবে শেষ করে দেয় একটা মেয়ের জীবন -আসছে উত্তরণ
ডিজিটাল দুনিয়ায় পা রেখেছি আমরা, স্যোসাল মিডিয়া, চ্যাটিং, ভিডিও চ্যাটিং এই সমস্য শব্দ আমাদের জীবনে সুপরিচিত। কিন্তু কতজনই বা এর ব্যবহার জানে! অনেক সময় দেখা যায় প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তে স্যোসাল সাইটে চলে আসছে। এ এক বিশ্বাস হীনতার যুগে অসহায় প্রেমের জীবন। বিশেষত মেয়েদের অবস্থা । কত মেয়েকেই না এই MMS এর ফাঁদে পড়ে জীবন শেষ করতে হচ্ছে।
এমনই এক মেয়ের কথা নিয়ে আসছে হৈচৈ OTT PLATFORM এ উত্তরণ (Uttaran). অভিনয়ে রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
উত্তরণ সিরিজ নিয়ে মধুমিতা (@madhumitact) জানিয়েছেন- 'একটা MMS কী করে একজন মেয়ের জীবন তছনছ করে দেয়, তার গল্প শোনাবে উত্তরণ!'
জানাগেছে উত্তরণ ওয়েবসিরিজটি প্রখ্যাত সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা 'বটতলা' উপন্যাস অবলম্বনে তৈরি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊