WB latest news: ২৪ ঘন্টা না কাটতেই ফলাফল বাতিল করলো WBPSC
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ ২০১৯ (PSC CLERKSHIP) মেইন পরীক্ষার ফল প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করে দিল। বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশন ২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট-১ ও পার্ট-২-এর ফলের ভিত্তিতে সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করে। সেই সাথে সফল পরীক্ষার্থীদের মেডিক্যাল টেস্টের জন্য বলা হয়েছিল।
ফলাফল প্রকাশ করে WBPSC -র তরফে জানানো হয়েছিলো, ২৯শে সেপ্টেম্বর ২০২১ থেকে ৬ই অক্টোবর ২০২১ পর্যন্ত উর্ত্তীন প্রার্থীদের ডকুমেন্ট অপলোড করতে হবে।
কিন্তু ২৪ ঘন্টা না কাটতেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শুক্রবার ফের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট-১ ও পার্ট-২-এর ফলের ভিত্তিতে যেসব সফল পরীক্ষার্থীদের কম্পিউটার টেস্টের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, তা প্রত্যাহার করা হল।
এ বিষয়ে কমিশন জানিয়েছে, বহু পরীক্ষার্থী ফলাফল নিয়ে আপত্তি জানানোয় পুনরায় পার্ট-১ ও পার্ট-২-এর মিলিত ফল খতিয়ে দেখা হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন।
এমন একটি বড় মাপের পরীক্ষায় এমন গাফিলতিতে কার্যত সমালোচনার মুখে পরলো WBPSC.
4 মন্তব্যসমূহ
Important news .
উত্তরমুছুনএকন ছাত্র ছাত্রী দের ভবিষ্যত নিয়ে খেলা করছে
উত্তরমুছুননতূ করে আবার ফলপ্রকাশিত হোক
উত্তরমুছুনকয়েক জনের অসৎ কাজের ফল ভোগ করতে হয় বছরের পর বছর পরিশ্রম করা ছাএ ছাএীদের।
উত্তরমুছুনঅনেক আশা আকাঙ্খা ক্ষণিকের মধ্যেই ধ্বংস হয়ে যায়।
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊