১ হাজার বছর পুরানো ঐতিহাসিক হরর মুভিতে Sunny Leone
এর আগে তামিল ভাষায় ঐতিহাসিক ঘটনা অবলম্বনে তৈরি 'বীরামাদেবী'তে বীরামা দেবী চরিত্রে সানি লিওনি (Sunny Leone) অভিনয় করেছেন। এবার ১ হাজার বছর পুরানো ঐতিহাসিক কাহিনী নিয়ে তৈরি ভৌতিক সিনেমাতে দেখা যাবে তাঁকে।
নতুন এই সিনেমার শুভ মহরৎ হয়ে গেছে। ভৌতিক সিনেমা হলেও কমেডিতে ভরপুর থাকবে এই সিনেমা। সিনেমাটির নাম OMG (Oh My Ghost)- এই ছবিতে দেখা যাবে সতীশ এবং সঞ্জনাকেও।
ভাউ মিডিয়া এন্টারটেইনমেন্ট (Vau Media Entertainment) এবং হোয়াইট হর্স স্টুডিওর (White horse studios) ব্যানারে বীরা শক্তি এবং কে সসি কুমার প্রযোজিত, এই ছবিটি একটি পারিবারিক বিনোদন মূলক সিনেমা হবে বলে আশা করা হচ্ছে। হরর কমেডিতে কুক উইথ কোমালি 2 খ্যাত ধরিশ গুপ্ত, সতীশ, যোগী বাবু এবং টিকটক তারকা জিপি মুথুও থাকবেন।
মুভির গল্পটি প্রায় 1000 বছর আগের একটি ঐতিহাসিক হরর-কমেডি, মূলত ক্লিওপেট্রার যুগের কাহিনী নির্ভর বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊