অনলাইনে সোনা ব্যবসার নতুন দিগন্ত 'ডিজি গোল্ড' নিয়ে এলো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস
ভারতের অন্যতম গয়না ব্যবসা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, 'ডিজি গোল্ড' (https://mydigigold.com/) নামক সোনা লেনদেনের নিজস্ব প্ল্যাটফর্ম লঞ্চ করার মধ্যে দিয়ে ফিজিটাল গোল্ড ব্যবসায় প্রবেশ করলো ।
সোনা হল ভারতে সব বয়সের মানুষের কাছে লগ্নির জন্য চিরকালের সবচেয়ে বিশ্বস্ত জায়গা। ক্রেতাদের মধ্যে ক্রমবর্ধমান নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের প্রবণতার কারণে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই ডিজি গোল্ড এ ৯৯৫ পিওরিটির ২৪ ক্যারাট সোনায় লগ্নি করা হলো সবচেয়ে নির্ভরযোগ্য এবং সুরক্ষিত উপায়।
বৈধ প্যান কার্ড অথবা ফর্ম নং ৬১ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই একজন ক্রেতা ডিজি গোল্ড এ লেনদেনের উপযুক্ত। ক্রেতারা অনলাইনে নূন্যতম ২৫০ টাকা ক্রয়মূল্যের সোনা থেকে কেনা শুরু করতে পারবেন ডিজি গোল্ড প্লাটফর্মে। এই অনলাইনে ডিজি গোল্ড প্লাটফর্ম এ কেনা সোনা ক্রেতারা চাইলে সেনকো গোল্ডের সারা ভারত জুড়ে থাকা ১১৬ টিরও বেশি স্টোরে গিয়ে গয়না হিসেবে নিতে পারেন। আবার ইচ্ছে হলেই ক্রেতারা তৎকালীন দামে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে এই ডিজি গোল্ড ওয়েবসাইটে কেনা সোনা অনলাইনে সেখানেই বিক্রিও করে দিতে পারেন।
এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সিইও শ্রী শুভঙ্কর সেন বলেন “সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিজস্ব প্ল্যাটফর্ম ডিজি গোল্ড mydigigold.com এর মাধ্যমে আমাদের ক্রেতাদের জন্য অনলাইন সোনা লেনদেনের ব্যবস্থা চালু করতে পেরে গর্বিত। এই নতুন প্ল্যাটফর্ম আমাদের ক্রেতাদের সুরক্ষিত ভাবে সহজে সম্পদ সঞ্চয়ে সহায়তা করবে ।”
ডিজি গোল্ড দিচ্ছে গ্যারান্টিযুক্ত বিশুদ্ধতার সঙ্গে সঠিক দামের আশ্বাস। আপনার কিনে ফেলা সোনা এক বিশস্ত ট্রাস্টি পরিচালিত কাস্টোডিয়ানের কাছে ১০০% বিমা কভারেজ সহ সুরক্ষিতভাবে জমা থাকবে। ক্রেতারা এই ডিজি গোল্ড প্লাটফর্মে নিশ্চিন্তে নির্ঝঞ্ঝাটে সোনা কিনতে এবং লেনদেন করতে পারবেন । চাইলে সেই সোনার গহনা সেনকো গোল্ড স্টোর থেকে ডেলিভারিও নিতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊