Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Re-Open পূজার পরেই কি খুলছে স্কুল? কী বলছে শিক্ষাদপ্তর! অভিভাবকরাই বা কি চাচ্ছেন?

School Re-Open পূজার পরেই কি খুলছে স্কুল? কী বলছে শিক্ষাদপ্তর! অভিভাবকরাই বা কি চাচ্ছেন?


School Re-Open



Covid-19 এর সংক্রমণের হাত থেকে বাঁচতে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিই ছুটি ঘোষণা করা হয়। মাঝে একবার নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্লাস শুরু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করা হয়। ফলে প্রায় দীর্ঘ দুই বছর থেকেই বন্ধ হয়ে আছে বিদ্যালয় গুলি।


মাস খানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, পূজার পর বিদ্যালয় গুলি খোলার কথা ভাবা হবে। আর তাই মুখ্যমন্ত্রী কথা মতন রাজ্য শিক্ষা দপ্তর বিদ্যালয় গুলি পুনরায় শুরু করবার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে।


প্রতিটি বিদ্যালয়ে অভিভাবকদের সাথে বৈঠকের নির্দেশ পৌঁছে গেছে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে। ইতিমধে অনুষ্ঠিত হচ্ছে বৈঠক। সেই বৈঠকে শোনা হচ্ছে অভিভাবকদের মতামত।


বেশিরভাগ অভিভাবক জানাচ্ছেন, বাড়িতে বসে থাকতে থাকতে ছাত্ররা যেমন অতিরিক্ত মোবাইল গেম এবং টেলিভিশনের প্রতি আসক্ত হচ্ছে তেমনি পড়াশুনা ভুলতে বসেছে। আবার অনেক অভিভাবক করোনার তৃতীয় ঢেউ নিয়েও শঙ্কিত। বড়রা যেভাবে সচেতনতা অবলম্বন করতে পারে বাচ্চারা বিদ্যালয়ে আসবার পর কোভিড স্বাস্থ্যবিধি মানতে পারবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।


তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে বেশিরভাগ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অভিভাবকরা বিদ্যালয় খোলার জন্যই দাবী জানিয়েছে।


তাই আশাকরা হচ্ছে পূজার পর করোনার তৃতীয় ঢেউ তেমন প্রভাব না ফেললে পুনরায় বিদ্যালয় গুলিতে পঠন পাঠন শুরু হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code