Latest News

6/recent/ticker-posts

Ad Code

Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডার প্রকল্পে বঞ্চিতের অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি

লক্ষীর ভান্ডার প্রকল্পে বঞ্চিতের অভিযোগ তুলে  জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি 

Lakshmir Bhandar


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: তৃতীয় বারের জন্যে রাজ্যে ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের জন্য অন্যতম জনমুখী প্রকল্প লক্ষীর ভান্ডার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেই লক্ষীর ভান্ডার প্রকল্পে বঞ্চিত হয়েছে বহু মহিলা। এই অভিযোগ তুলে বুধবার আসানসোলের কন্যাপুরে জেলাশাসক অফিসে স্মারকলিপি দিলো অখিল ভারতীয় অনুসূচীত জাতি পরিষদ নামের এক সংগঠন।

এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে গিয়ে গিয়ে শেষ হয় এই মিছিল। পরে ওই সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে।

আর এদিনের এই কর্মসূচি সম্পর্কে অখিল ভারতীয় অনুসূচীত জাতি পরিষদের জেলা সভাপতি বিশ্বনাথ দাস বলেন, লক্ষী ভান্ডার প্রকল্পে এখনও অনুসূচীত জাতির মহিলারা সুবিধা পায়নি। তাই এই স্মারকলিপির মাধ্যমে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চায়। যাতে এই সমস্ত মহিলারাও লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতাভুক্ত করা হোক।

এই দাবি সহ এদিন মোট ১৪ দফা দাবির ভিত্তিতে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানান তিনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code