কী করে বুঝবেন সম্পর্কের তার কেটে গিয়েছে ? জেনে নিন এই লক্ষণগুলি
বিশ্বজিৎ দাসঃ
আপনি কি একতরফা সম্পর্কে আছেন? জেনে নিন কিছু লক্ষণ। সূক্ষ্ম হলেও কিছু লক্ষণ থেকে বোঝা যায় আপনার সঙ্গী আর আগ্রহী নন আপনার সম্পর্কে। সেগুলি খোঁজার চেষ্টা করুন ৷
মানুষের সম্পর্ক থাকলেই তার ওঠানামা থাকবেই ৷ কিন্তু একতরফা সম্পর্কের বোঝা বয়ে বেড়ানো যে কোনও কারওর পক্ষেই দুঃসহ । কারণ এক হাতে তালি বাজে না।
রিলেশনশিপে থাকলে দিনভর যে কোনও মাধ্যমে যোগাযোগ হয় নিশ্চয়ই ৷ ফোনকল, টেক্সট মেসেজ, ভিডিও কল-কাজের মাঝে চলতেই থাকে ৷ কিন্তু সব সময় কি আপনিই এগুলো শুরু করেন? তার পর দায়সারা উত্তর আসে সঙ্গীর কাছ থেকে? যদি প্রতি বার আপনিই কথা শুরু করেন, তাহলে বুঝতে হবে সঙ্গীর কাছে এই সম্পর্ক তত গুরুত্ব পাচ্ছে না ৷
সঙ্গীর জন্য কি বার বার আত্মীয় পরিজন ও পরিচিত বৃত্তে বন্ধুবান্ধবদের কাছে অপ্রস্তুত হতে হচ্ছে? লজ্জায় পড়তে হচ্ছে? তাঁদের কাছে সঙ্গীর দোষ ঢাকতে হচ্ছে? তা হলে এমন কিছু জিনিস হয়তো আছে, যা আপনি দেখতে পাচ্ছেন না ৷ কিন্তু আপনার পরিচিতরা পাচ্ছেন ৷ সেরকম পরিস্থিতি এলে আগেই সতর্ক হন ৷
আপনাকেই কি বার বার ক্ষমা চাইতে হচ্ছে? এমনকি, কোনও ভুল বা দোষ না করলেও আপনাকেই দায়ভার নিতে হয়? তা হলে কিন্তু তলিয়ে ভেবে দেখার সময় এসেছে ৷ এটা কিন্তু একতরফা সম্পর্কের অন্যতম লক্ষণ ৷
যদি আপনি একতরফা সম্পর্কে থাকেন, তাহলে সঙ্গী হয়তো আপনার ভালমন্দের খেয়াল করবেনই না ৷ খোঁজ রাখবেন না কোনও সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে কিনা ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊