৭ কেন্দ্রে দ্রুত নির্বাচনের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে




পূজোর আগেই নির্বাচন! যখন এমন কানাকানি। নির্বাচন কমিশনও রাজ্যকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। যেকোনো দিন নির্বাচনের দিন ঘোষণা হতে পারে তাই প্রস্তুত থাকতে রাজ্যকে জানিয়েছে কমিশন এমন পরিস্থিতিতে সাত কেন্দ্রের নির্বাচন নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। যার পাঁচ কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। আর দুই কেন্দ্রে প্রার্থীর মৃত্যু হওয়ায় বাকি নির্বাচন।


মামলাকারীর দাবি, দুটি কেন্দ্রে নির্বাচন ও পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনের সময়সীমা শেষের পথে। অবিলম্বে ভোটের বিজ্ঞপ্তি জারি করা উচিত কমিশনের। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ।নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্র যদি বিধায়ক না থাকে, সেক্ষেত্রে সেই কেন্দ্রে ৬ মাসের মধ্য়ে ভোট হওয়ার কথা। কিন্তু বাংলার এই নিয়মের অন্যথা হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হলেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। দ্রুত ভোটের দাবিতে জনস্বার্থ মামলার দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি।




রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল,


নদিয়ার শান্তিপুর


কোচবিহারের দিনহাটা।


দক্ষিণ কলকাতার ভবানীপুর।


উত্তর ২৪ পরগনার খড়দা,


দক্ষিণ ২৪ পরগনার গোসাবা




এছাড়াও, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে।